ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষনের ঘটনায় কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচিতে এমপি বাহারের একাত্মতা প্রকাশ

দেলোয়ার হোসেন জাকির :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষনের ঘটনায় কুমিল্লা মহানগর ছাত্রলীগ ও কুমিল্ল ভিক্টোরিয়ার কলেজ ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষনের সাথে জড়িতদে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে কুমিল্লা মহানগর ছাত্রলীগ ও কুমিল্ল ভিক্টোরিয়ার কলেজের ছাত্র-ছাত্রীরা। এতে এমপি বাহার একাত্মতা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর বাংলায় কোন ধর্ষকের ঠাই হবেনা। অপরাধীকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, আমরা মুক্তিযু্দ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি, যেন আমাদের মেয়েরা এদেশে নিরাপদে থাকতে পারে। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে নারীদের নিরাপত্তা জোড়দার করতে হবে। আমি কুমিল্লা ইভটিজিং মুক্ত করেছি তেমনি সারাদেশে মেয়েরা যাতে নিরাপদে চলতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমি কুমিল্লা মহানগর ছাত্রলীগ ও ভিক্টোরিয়া কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে এ বিক্ষোভ কর্মসূচীতে একাত্মতা ঘোষনা করছি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!