কুমিল্লার মহাসড়কে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেছেন, আসছে রমজান এবং ঈদকে সামনে রেখে মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত এ মহাসড়ক থাকবে চাঁদাবাজমুক্ত।

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গতি ঠেকাতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সব ধরনের পণ্য পরিবহণকে চাঁদাবাজির আওতামুক্ত রাখবে।

বৃহস্পতিবার বিকালে আসন্ন পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে আয়োজিত হাইওয়ে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা শেষে পুলিশ সুপার সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, কুমিল্লা-সিলেট, ঢাকা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুরসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে কোনো যানবাহন থেকে হাইওয়ে পুলিশ, পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির সাথে হাইওয়ে পুলিশ অথবা চাঁদাবাজ চক্রের যেই জড়িত থাকুক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!