নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেছেন, আসছে রমজান এবং ঈদকে সামনে রেখে মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত এ মহাসড়ক থাকবে চাঁদাবাজমুক্ত।
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গতি ঠেকাতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সব ধরনের পণ্য পরিবহণকে চাঁদাবাজির আওতামুক্ত রাখবে।
বৃহস্পতিবার বিকালে আসন্ন পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে আয়োজিত হাইওয়ে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা শেষে পুলিশ সুপার সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, কুমিল্লা-সিলেট, ঢাকা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুরসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে কোনো যানবাহন থেকে হাইওয়ে পুলিশ, পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির সাথে হাইওয়ে পুলিশ অথবা চাঁদাবাজ চক্রের যেই জড়িত থাকুক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।