কুমিল্লায় নতুন করে ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ৩১৪ জন। নতুন করে মৃত্যু না থাকলেও করোনা উপসর্গ নিয়ে দুই উপজেলায় ৩ জনের (বাঙ্গরায় একজন ও নাঙ্গলকোটে ২ জনের) মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চান্দিনায় ২ জন, তিতাসে ২ জন, দেবিদ্বারে ১ জন , দাউদকান্দিতে ১ জন ও বি-পাড়ায় একজন।
আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কুমিল্লায় ৫৫ জন সুস্থ্য হয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ২৪ জন , সদরে ৮ জন , তিতাসে ১৪ জন, দাউদকান্দিতে ১৫ জন, বুড়িচংয়ে ১০ জন, চান্দিনায় ১৯ জন, দেবিদ্বারে ১০৯ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১০ জন, ব্রাহ্মণপাড়ায় ৮ জন, সদর দক্ষিণে ৪ জন, চৌদ্দগ্রামে ২ জন ,মনোহরগঞ্জে ৬ জন, মুরাদনগরে ৩৭ জন, হোমনায় ৪ জন, নাঙ্গলকোটে ১১ জন, লালমাইয়ে ৩ জন ও লাকসামে ২২ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩০৭ জন।