কুমিল্লায় বৃহস্পতিবারে করোনায় আক্রান্ত ৬৭ জন,প্রাণ গেল আরও ৪ জনের

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় বৃহস্পতিবারে নতুন করে আরও ৬৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৫ জনে।

আজকের রিপোর্টে কুমিল্লায় ৪ জনকে মৃত দেখানো হয়েছে। মৃতরা হলেন আদর্শ সদরে ১ জন, সিটি করপোরেশনের ১ জন, সদর দক্ষিণে ১ জন ও ব্রাহ্মণপাড়ায় ১ জন। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১৬ জন, লাকসামে ৪ জন, চৌদ্দগ্রামে ২০ জন, মনোহরগঞ্জ উপজেলায় ২ জন, নাঙ্গলকোটে ১০ জন, লালমাইয়ে ৩ জন, মেঘনায় ২ জন, মুরাদনগরে ৭ জন, আদর্শ সদরে ২ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন।

আজকের ৬১ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সিটি করপোরেশনে ৪০ জন, সদর দক্ষিণে ৪ জন, মেঘনায় ৫ জন, মুরাদনগরে ৩ জন, নাঙ্গলকোটে ৩ জন ও বুড়িচংয়ে ৬ জন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৭৫ জন, মুরাদনগর ২৭৯ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১২৫১ জন, লাকসামে ৩১৭ জন, চান্দিনায় ২২৫ জন, তিতাসে ১৩২ জন, দাউদকান্দিতে ১৬৫ জন, বরুড়ায় ১৮৫ জন, বুড়িচংয়ে ২১০ জন, মনোহরগঞ্জে ১৩৯ জন, ব্রাহ্মণপাড়ায় ৬৯ জন, নাঙ্গলকোটে ৩০১ জন, হোমনায় ৮৮ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৫৯ জন, লালমাইয়ে ৮৮ জন, চৌদ্দগ্রামে ৪৪৯ জন, আদর্শ সদরে ১৭০ জন, মেঘনায় ৪৬ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২২ হাজার ৮১৫ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৫৮১ জনের। এর মধ্যে ৪ হাজার ৭৬৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১২৮ জন এবং সুস্থ হয়েছে ২ হাজার ৭১২ জন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!