কুমিল্লায় শুক্রবারে ৮৪ জনের করোনা শনাক্ত, সর্বোচ্চ কুমিল্লা শহরে শনাক্ত

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১৪ জনে।

আজকের রিপোর্টে কোন মৃত্যু নেই। ফলে মৃত্যু সংখ্যা ৪৮ জনেই আছে । আজকে নাঙ্গলকোটে সুস্থ্য হয়েছেন ২৩ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি করপোরেশনে ৪১ জন, চৌদ্দগ্রামে ১৩ জন, লাকসামে ১১ জন, নাঙ্গলকোটে ৯ জন, বরুড়ায় ৫ জন, মুরাদনগরে ৪ জন ও বুড়িচংয়ে ১ জন।

শুক্রবার (১২ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৯১ জন, মুরাদনগর ১৭৬ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩৪৫ জন, লাকসামে ১১৪ জন, চান্দিনায় ১৩৬ জন, তিতাসে ৩৯ জন, দাউদকান্দিতে ৫৮ জন,বরুড়ায় ৪৩ জন, বুড়িচংয়ে ১০৯ জন, মনোহরগঞ্জ ৩০ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৩ জন, নাঙ্গলকোটে ৮৭ জন, হোমনায় ২৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৩৩ জন, লালমাইয়ে ১৩ জন, চৌদ্দগ্রামে ১৬০ জন, আদর্শ সদরে ৭৯ জন, মেঘনায় ২৩ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৩ হাজার ৪৯৩ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৫৮৮ জনের। এর মধ্যে ১ হাজার ৭১৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৪৮ জন এবং সুস্থ হয়েছে মোট ২৯৮ জন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!