কুমিল্লায় সোমবারে ৭২ জনের করোনা শনাক্ত, সুস্থ্য ৫০ জন

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা জেলায় সোমবারে নতুন করে আরও ৭২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮০ জনে।

আজকের রিপোর্টে সিটি করপোরেশনের ২ জন ও চান্দিনার ১ জনসহ ৩ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৩৮ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২১ জন, চৌদ্দগ্রামে ২ জন, আদর্শ সদরে ১ জন, বরুড়ায় ২ জন, নাঙ্গলকোটে ১৯ জন, মনোহরগঞ্জে ৫ জন, বুড়িচংয়ে ১০ জন ও চান্দিনায় ১২ জন।

আজকের রিপোর্টে ৫০ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সদর দক্ষিণে ৩ জন, নাঙ্গলকোটে ৯ জন ও সিটি করপোরেশনে ৩৮ জন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪১৯ জন, মুরাদনগর ২৯৮ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৪২১ জন, লাকসামে ৩৪৫ জন, চান্দিনায় ২৫২ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৬৬ জন, বরুড়ায় ২১০ জন, বুড়িচংয়ে ২৩৬ জন, মনোহরগঞ্জে ১৫৫ জন, ব্রাহ্মণপাড়ায় ৭২ জন, নাঙ্গলকোটে ৩৬৩ জন, হোমনায় ৯৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ৯৫ জন, চৌদ্দগ্রামে ৪৭৮ জন, আদর্শ সদরে ১৯২ জন, মেঘনায় ৫৬ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৪ হাজার ৭৫২ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ৬২২ জনের। এর মধ্যে ৫ হাজার ২৮০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৩৮ জন এবং সুস্থ হয়েছে ৩ হাজার ২২৪ জন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!