কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) উত্তর রামপুরস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তর মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সমিতি বোর্ড সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় চেয়ারম্যানের বাণী পাঠ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী পরিচালকের দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ আবদুল আলীম।

সমিতির জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোস্তফিজুর রহমান। বক্তব্য রাখেন সমিতি বোর্ড এর সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, বোর্ড সচিব মোঃ নজির আহাম্মদ, কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ মোঃ মাসুদ রানা মানিক, এলাকা পরিচালকের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী (এস ও ডি) প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে সদ্য স্বাধীন বাংলাদেশের গ্রাম বাংলার অর্থনৈতিক মুক্তি লক্ষ্যে সকল ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া নির্দেশনায় ১৯৭২ সালে প্রণীত সংবিধানের কথা উল্লেখ করেন। তারই আলোকে দৃঢ় প্রত্যয় নিয়ে ১৯৭৭ সালে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম শুরু হয়। লাভ নয় লোকসান নয় এর নীতির ভিত্তিতে পরিচালিত একটি জাতীয় কর্মসূচীকে সফল করার দৃঢ় প্রত্যয়ে কুমিল্লা জেলার ৬টি উপজেলার ভৌগলিক এলাকায় বিদ্যুৎ বিতরণে নিয়োজিত কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ।

এ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লা জোনের তত্তাবধায়ক প্রকৌশলী আবদুল হান্নান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন কামাল, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মোঃ ফজলুর রহমান, গুনবতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহাবুব জিয়া, চৌদ্দগ্রাম জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মনোয়ারুল ইসলাম, ময়নামতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিনা আক্তার, বি-পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান চৌধুরী, সদর দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) মোঃ মাসুদুল আলম, বুড়িচং জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ-রাজস্ব) মোঃ গোলজার আনোয়ার হোসেন চৌধুরী, সহকারী জেনারেল ম্যানেজার (ইএন্ডসি) রাজীব চন্দ্র ভৌমিক, সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ-হিসাব) মোঃ জসিম উদ্দিন, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) প্রকৌশলী আহাম্মদ মশিউল আলম, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ আবদুল কাদের জিলানী, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম-সদর) মোঃ মাহমুদুল হক, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ আবু জাফর, সহকারী জেনারেল ম্যানেজার (এমএস) মোঃ আকরাম হোসেন খাঁন, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মীর আবু জামান, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ কাউছার আহাম্মদ, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ ফাতাহুন কারীব, সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) মোঃ আবু বকর সিদ্দিক, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ রাহাত মাহামুদ, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ আজহারুল ইসলাম আবির, সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) মোঃ সাইফুল হক, সহকারী জেনারেল ম্যানেজার (এইচআর) অনিক প্রধান, সহকারী প্রকৌশলী (এসওডি) এম ফুয়াদ হাসান ফাহিম উপস্থিত ছিলেন। আগামী বছরের জন্য পুনরায় সমিতি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আহাম্মদ লাভলু।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!