করোনাভাইরাস শনাক্তকরণ কীট ও সুরক্ষা সামগ্রী নিয়ে চীন থেকে ঢাকা ফিরেছে বিমান বাহিনীর বিশেষ বিমান।
আজ রোববার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে করোনা শনাক্তকরণ কীট, পিপিই ও স্যানিটাইজারসহ চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে অবতরণ করে।
এরমধ্যে রয়েছে, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, ৭ হাজার ৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেকট্রিক থার্মোমিটার, ২ হাজার প্রটেক্টিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪শ’ ৫৯টি পিপিই ও স্যানিটাইজারসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী।