নগরীর দৈয়ারায় শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক,

কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ডের দৈয়ারা ইয়াং স্টার বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত শর্ট বাউন্ডারি ডে-নাইট ম্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার সকালে দৈয়ারা হলি কেয়ার মডেল স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ংশর্ট বাউন্ডারি ডে-নাইট ম্যাচ ক্রিকেট টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করে। ফাইনালে বিজয়পুর লায়ন্স ক্লাব চ্যাম্পিয়ন এবং দৈয়ারা ইয়াং স্টার বয়েজ ক্লাব রানার্সআপ হয়েছে। কুমিল্লা সিটি কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক, হলি কেয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহানগরীর ২২নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ হাবিবুর রহমান রাসেল এর সভাপতিত্বে ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও নগরীর ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোটাঃ বিজয় রতন দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শামিম মিয়া, প্রচার সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া, সদস্য শেখ শহিদুল ইসলাম, ২২নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হালিম,কুমিল্লা সিটি স্কুলের চেয়ারম্যান এম জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বিনোদনের পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতেই খেলাধুলার এ আয়োজন। বর্তমানে মাদকের হাতছানি সারা দেশে ছেয়ে গেছে । শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে মাদক। তার বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনা। সর্বনাশা মাদক ধ্বংস করে একটি মানুষের শরীর, মন, জ্ঞানবিবেক ও তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা তার পরিবারের সব স্বপ্নকে এবং তার উজ্জ্বল ভবিষ্যেক। শুধু পরিবারকে নয়, মাদকের কালো থাবা ধ্বংস করে একটি সমাজকে, একটি জাতিকে এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে এটি বৃহৎ আকার ধারণ করে একটি ভবিষ্যত প্রজন্মকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। তরুণ তাজা প্রাণের অন্ধকারে হারিয়ে যাওয়ায় পিছিয়ে পড়ছে সমাজ। বিভিন্নভাবে, বিভিন্ন পথে, মাদক ঢুকে পড়ছে আমাদের সমাজে। তাই যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে পারলে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পাওয়া সম্ভব।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!