মাজহারুল ইসলাম বাপ্পি।।
রাত পোহালেই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবেন ভোটাররা।
কুৃমিল্লা সিটি কর্পোরেশনের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা নিয়ে নিয়ে গঠিত ২২নং ওয়ার্ড। এ ওয়ার্ডে তফসিল ঘোষণার আগ থেকেই প্রচারণায় নেমেছিলেন কাউন্সিলর প্রার্থীরা।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের পর প্রকাশ্যে ও কৌশলে কোমর বেধে মাঠে নেমেছিলেন কাউন্সিলর প্রার্থীরা।
১৩ জুন পর্যন্ত প্রচার-প্রচারনার শীর্ষে ছিলেন তরুন প্রজন্মের উজ্জল নক্ষত্র (ঘুড়ি প্রতীক) প্রার্থী মোঃ আজাদ হোসেন। প্রচার-প্রচারণা শেষে ভোটের মাঠেও ২২নং ওয়ার্ড বাসির কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আজাদ হোসেনের ঘুড়ি প্রতীক।
তরুণ ভোটার মোঃ নাসির বলেন, ২২নং ওয়ার্ড বাসি পরিবর্তন চায়। তরুন প্রজন্মের প্রথম ভোট হবে,নতুনত্ব ও সৃজনশীলতার পক্ষে। বুধবার আজাদ হোসেনকেই নির্বাচিত করা হবে।
ভোটার আলী আকবর বলেন, উন্নয়ন বঞ্চিত ২২নং ওয়ার্ডে এ বছর একমাত্র যোগ্য প্রার্থী মোঃ আজাদ হোসেন। আজাদ এর ঘুড়ি প্রতীকের বিকল্প নেই।
এদিকে এদিকে তরুণ সমাজ সেবক আজাদ হোসেন এর মতো নম্র,ভদ্র ও শান্ত প্রকৃতির একজন যোগ্য কাউন্সিলর প্রার্থী পেয়ে খুশি পুরো ওয়ার্ডবাসি। সববয়সী ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছেন আজাদ হোসেন। সবদিক বিবেচনায় ২২নং ওয়ার্ডটি কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হওয়ায়, এই ওয়ার্ডকে পরিকল্পিতভাবে সাজাতে আজাদ হোসেন’ই একমাত্র যোগ্য কাউন্সিলর প্রার্থী বলে দাবি ভোটারদের ।
আজাদ হোসেন এর মতো সৃজনশীল কাউন্সিলর প্রার্থী ২২নং ওয়ার্ডকে পুরো সিটি কর্পোরেশনের মধ্যে একটি মডেল ওয়ার্ড উপহার দিবে, এমনটা’ই প্রত্যাশা ওয়ার্ডবাসির।