বাগমারার নাওড়া গ্রামের নুরুল ইসলাম সর্দারের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক:

লালমাই উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বৃহত্তর বাগমারা ইউনিয়নের প্রাক্তন ইউপি মেম্বার, বাগমারা শিশু নিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক ও নাওড়া গ্রামের সর্দার মাষ্টার নুরুল ইসলাম (৬৫) আর নেই। ৩১ মে সোমবার দুপুর ১.৪০টায় কুমিল্লা টাওয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১লা মঙ্গলবার সকাল ৯টায় সরদার হোসেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন নাওড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম ভুঁইয়া। জানাজার নামাজে অংশগ্রহন করেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম সওদাগর, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক মুন্সী, সরদার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মনিরুজ্জামান, কনকশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ হোসেন সর্দার, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু প্রমুখ।

কর্মজীবনে তিনি দীর্ঘ সময় ধরে শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। মরহুম নুরুল ইসলাম সর্দার সাবেক সাংসদ মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার এর একনিষ্ট কর্মী ছিলেন। তিনিই ১৯৭৯ সালে নিজের ভাইয়ের বিয়ের কার্ডে ‘জয় বাংলা’ শ্লোগান উল্লেখ করে আলোচিত হয়েছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!