মনোহরগঞ্জ প্রতিনিধি :
“সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন,” “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মনির হোসেন, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি, মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সেতারা আক্তার, মান্দারগাঁও সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মাহবুব চৌধুরী, ইউপি মেম্বার দেলোয়ার হোসেন সহ আরো অনেকে।