নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর বদলীজনিত বিদায় সংবর্ধনা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা অফিস ও এনজিও সমাজের পক্ষ থেকে ১৩ জুলাই বৃহস্পতিবার এ সংবর্ধনা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে সদর দক্ষিণ উপজেলা সমাজ সেবা অফিস ও এনজিও সমাজ এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ কে উপহার প্রদান করা হয়।
এ সময় সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা সমাজ সেবা অফিসার শামিমা শারমিন, প্রতিজ্ঞা পরিষদের সহকারী পরিচালক বশিরুল হাসান, ভারডো নির্বাহী পরিচালক ডাঃ সেলিম, পেইজ কুমিল্লার সাইফুল ইসলাম, ধনপুর তাইয়েবা কটেজের নির্বাহী পরিচালক মোতাহের হোসেন ভূঁইয়া, গান্ধী আশ্রম ট্রাস্টের গনেশ চন্দ্র পাল সহ এনজিও সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী সমাজ সেবা অফিসার মোঃ তাজুল ইসলাম মজুমদার।