নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন গ্রেফতার হওয়া ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন মজুমদার আইনী লড়াইয়ে মুক্তি পেয়েছেন। ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন মজুমদার মুক্তি পাওয়ার পর মঙ্গলবার কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত কারামুক্ত নগরীর ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন মজুমদারকে মিষ্টিমুখ করান।
এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।