সকলকে হোম কোয়ারান্টাইন মেনে চলার আহবান জানিয়েছেন হাফিজ উল্লাহ খোকন

নিজস্ব প্রতিবেদক ।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কৃতি সন্তান আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক প্রবাসী হাফিজ উল্লাহ খোকন দেশবাসি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বাসী কে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত হোম কোয়ারান্টাইন মেনে চলার আহবান জানিয়েছেন। তিনি এক ক্ষুদে বার্তায় নিজ উপজেলা বাসীকে নিরাপদে থাকার আহবান জানিয়েছেন।

হাফিজ উল্লাহ খোকন বলেন, প্রিয় দেশবাসী ও আমার জন্মস্থান কুমিল্লা দক্ষিণ সদর উপজেলার সন্মানিত সকল জনসাধারণ আসসালামু আলাইকুম। বর্তমান মহামারী করোনা ভাইরাস থেকে মহান দয়াময় আল্লাহ তায়ালা সকলকে হেফাজতে রাখুন,এটাই আমার একান্ত কাম্য। তবুও আপনাদের সকলের আন্তরিকতার টানে সুদূরপ্রবাস থেকে না বলে পাড়ছি না। করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা বর্তমানে সাড়া বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে, বেঁচে থাকার তাগিদে সকল নীতিমালা মেনে চলতে হবে। গত কয়দিন পূর্বে আমার শ্রদ্ধেয় আস্থাভাজন ব্যক্তিত্ব কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম সারওয়ার ভাই এবং সকল নেতৃবৃন্দ মিলে আপনাদের সকলকে এই সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষার আহবান জানিয়েছেন। আমারও আহবান, সকলে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে সুরক্ষিত থাকি এবং প্রত্যেকে সাধ্য অনুযায়ী একে অপরকে সহযোগিতা করি। সকলে ভালো থাকুন,সুস্থ্য থাকুন ও নিরাপদে থাকুন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!