সদর দক্ষিণে ১১ জনসহ কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনের করোন শনাক্ত

নেকবর হোসেন :

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭দশমিক ৯ । এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন সোমবার বিকেল সাড়ে ৫ টা দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৯ আগস্ট সোমবার বিকেল থেকে ১০ আগস্ট মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে ৫৪ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।

বাকিদের মধ্যে আদর্শ সদরের ৫, সদর দক্ষিণের ১১, বুড়িচংয়ের ১০, চান্দিনায় ৮, চৌদ্দগ্রামের ২৯, দেবিদ্বারের ২২, দাউদকান্দির ৪, লাকসামের ৭, লালমাইয়ের ১০, নাঙ্গলকোটের ৩৩, বরুড়ার ৩৭, মনোহরগঞ্জের ১৮, মেঘনায় ১৮, হোমনায় ১৪, তিতাস ৯, ব্রাক্ষণপাড়া ১৫, মুরাদনগরের উপজেলার ৫ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন, লালমাইয়ের, দেবিদ্বারের দুই জন করে রয়েছেন। এদিকে আদর্শ সদরের, বুড়িচংয়ের, দাউদকান্দির, মনোহরগঞ্জের, মেঘনায় একজন করে রয়েছেন।

মৃতদের মধ্যে ছয়জন নারী এবং পাঁচজন পুরুষ। জেলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২৯জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩০জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৯ হাজার ২৬৫ হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, জেলায় করোনা সংক্রমণের হার কমাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!