কুমিল্লা সিটির দক্ষিণের নয় ওয়ার্ডের কাউন্সিলর ও অফিসে কর্মরতদের সাথে মেয়র রিফাত’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সিটি কর্পোরেশন দক্ষিণ অফিস পরিদর্শনে আসেন নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। 
রবিবার দুপুরে মেয়র আরফানুল হক রিফাত কুমিল্লা সিটির দক্ষিণ অফিসে আসলে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম,তত্ববধায়ক প্রকৌশলী নুরুল্লাহ,প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সায়েম,কর নির্ধারণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, কর আদায় কর্মকর্তা মোঃ শাহাদাহ হোসেন,লাইসেন্স কর্মকর্তা রবিউল ইসলাম চৌধুরীসহ সিটির দক্ষিণ অফিসে কর্মরতরা।

কুমিল্লা সিটি কর্পোরেশন দক্ষিণ অফিসে আসার পর মেয়র আরফানুল হক রিফাত প্রথমে দক্ষিণের নয় ওয়ার্ডের (১৯-২৭) কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় ইপিজেড এর বিষাক্ত বর্জ্য প্রবাহ বন্ধ করে কৃষি জমি ও প্রাকৃতিক মাছ রক্ষা সহ কাউন্সিলররা স্ব স্ব ওয়ার্ডের সকল সমস্যাগুলো তুলে ধরেন। দক্ষিণের নয় ওয়ার্ডের প্রতিটি এলাকায় সরেজমিন পরিদর্শন করে সকল সমস্যা চিহ্নিত করে ধারাবাহিক ভাবে সকল ওয়ার্ডের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন মেয়র আরফানুল হক রিফাত । অফিসের কার্যক্রম আরো গতিশীল করতে কুমিল্লা সিটির দক্ষিণ অফিসে প্রতিমাসে দুই দিন অফিস করবেন বলে জানিয়েছেন মেয়র আরফানুল হক রিফাত। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সভায় কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদী,১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউল করিম, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমান, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান আনিস, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মহিবুর রহমান তুহিন, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এমদাদ উল্লা বিএসসি, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হাসান, মহিলা কাউন্সিলর তাহমিনা আক্তার লিন্ডা,শাহিনা আক্তার উপস্থিত ছিলেন । পরে সিটি কর্পোরেশন দক্ষিণের নয় ওয়ার্ডের আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন মেয়র আরফানুল হক রিফাত।

এ সময় ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ওয়াহিদুর রহমান মজুমদার, সাধারণ সম্পাদক গাজী ছাদেকুর রহমান, ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি অহিদুর রহমান কমিশনার,সাধারণ সম্পাদক আনোয়ার,২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কবির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মজুমদার, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরোয়ার জাহান বাদল, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিন খান,২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুল,২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলর আবুল হাসান, সাধারণ সম্পাদক দুলাল মজুমদার।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!