০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

কঠোর লকডাউনেও টোকেন দিয়ে পণ্যবাহী গাড়িতে চাঁদা, পুলিশের ধাওয়া

  • তারিখ : ০৬:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / 548

নিজস্ব প্রতিবেদক :

রংপুরে কঠোর লকডাউনেও পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা আদায় করছে এক শ্রেণির চাঁদাবাজ যুবক। নগরীর অর্জন (মর্ডান) মোড়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পণ্যবাহী কার্গো-পিকআপ থামিয়ে টোকেন দিয়ে চাঁদা আদায় করছিল ৪ যুবক।

এসময় পুলিশ এসে তাদের ধাওয়া দিলে পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ওই ৪ যুবক। এরা মোটর শ্রমিক ইউনিয়নের কেউ নয়। প্রতিদিনই ওই স্থানে পণ্যবাহী গাড়ি থামিয়ে টোকেন দিয়ে ৫০ টাকা করে আদায় করেন তারা। বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে এই চিত্র।

স্থানীয় ও পণ্যবাহী গাড়ি চালকরা জানান, প্রায়ই কয়েকজন যুবক মর্ডানমোড়ে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করেন। কেউ প্রতিবাদ করলে তাদের গাড়ি আটকিয়ে রাখা হয়। তা না হলে তাদের গালিগালাজ অথবা শারীরিক ভাবেও নির্যাতন করা হয়।

স্থানীয়রা জানান, ওই যুবকরা মোটর শ্রমিক ইউনিয়নের কেউ নন। তারা এলাকার বখাটে ও মাস্তান। তাদের কাজের কেউ প্রতিবাদ করার সাহস পাননা। তাই তারা কঠোর লকডাউনের মধ্যে পণ্যবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছেন।

এলাকাবাসী জানান, তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশে খবর দেয়া হলে তাজহাট থানার এএসআই শহীদুলের নেতৃত্বে একদল পুলিশ এসে ওই যুবকদের ধরার জন্য ধাওয়া দেয়। এসময় যুবকরা পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

তাজহাট থানার ওসি আকতারুজ্জামান প্রধান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। চাঁদা আদায় করা বেআইনি। তাই তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

কঠোর লকডাউনেও টোকেন দিয়ে পণ্যবাহী গাড়িতে চাঁদা, পুলিশের ধাওয়া

তারিখ : ০৬:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক :

রংপুরে কঠোর লকডাউনেও পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা আদায় করছে এক শ্রেণির চাঁদাবাজ যুবক। নগরীর অর্জন (মর্ডান) মোড়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পণ্যবাহী কার্গো-পিকআপ থামিয়ে টোকেন দিয়ে চাঁদা আদায় করছিল ৪ যুবক।

এসময় পুলিশ এসে তাদের ধাওয়া দিলে পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ওই ৪ যুবক। এরা মোটর শ্রমিক ইউনিয়নের কেউ নয়। প্রতিদিনই ওই স্থানে পণ্যবাহী গাড়ি থামিয়ে টোকেন দিয়ে ৫০ টাকা করে আদায় করেন তারা। বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে এই চিত্র।

স্থানীয় ও পণ্যবাহী গাড়ি চালকরা জানান, প্রায়ই কয়েকজন যুবক মর্ডানমোড়ে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করেন। কেউ প্রতিবাদ করলে তাদের গাড়ি আটকিয়ে রাখা হয়। তা না হলে তাদের গালিগালাজ অথবা শারীরিক ভাবেও নির্যাতন করা হয়।

স্থানীয়রা জানান, ওই যুবকরা মোটর শ্রমিক ইউনিয়নের কেউ নন। তারা এলাকার বখাটে ও মাস্তান। তাদের কাজের কেউ প্রতিবাদ করার সাহস পাননা। তাই তারা কঠোর লকডাউনের মধ্যে পণ্যবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছেন।

এলাকাবাসী জানান, তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশে খবর দেয়া হলে তাজহাট থানার এএসআই শহীদুলের নেতৃত্বে একদল পুলিশ এসে ওই যুবকদের ধরার জন্য ধাওয়া দেয়। এসময় যুবকরা পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

তাজহাট থানার ওসি আকতারুজ্জামান প্রধান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। চাঁদা আদায় করা বেআইনি। তাই তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।