আওয়ামী লীগের ভেতরের শুদ্ধি অভিযান দেশের পাশাপাশি আন্তর্জাতিক ভাবেও প্রশংসিত হচ্ছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের জানান, সম্মেলন না হওয়া পর্যন্ত , স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে নির্মল গুহ ও সদস্য সচিব হিসেবে মেজবাউল হক সাচ্চু দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে বিরত থাকার সিদ্ধান্ত আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশনা অনুযায়ী হয়েছে বলে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, অপকর্মের সাথে আওয়ামী লীগের যেই জড়িত থাকুক তাকে শাস্তি পেতেই হবে।
সূত্র:
যমুনা টিভি