কুবির অসুস্থ শিক্ষার্থীর পাশে উত্তরবঙ্গ ছাত্র পরিষদ

স্বকৃত গালিব :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রাজশাহী ও রংপুর বিভাগের অধ্যায়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে অসুস্থ এক শিক্ষার্থীর চিকিৎসা সহায়তায় পাশে এসে দাঁড়িয়েছে।রবিবার দুপুরে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের 2014-15 বর্ষের স্নায়ুজনিত জটিলতায় আক্রান্ত শিক্ষার্থী মোঃ সুরুজ মিয়া হাতে নগদ বার হাজার টাকা হস্তান্তর করা হয়।মোঃ সুরুজ মিয়া স্নায়ুজনিত জটিলতার কারণে স্পাইনাল কর্ডের কিছু অংশে পানি জমে থাকায় শরীরের বাম অংশে এবং মাথার ডান অংশে সে কোন স্পর্শ কিংবা আঘাত অনুভব করতে পারত না।

অর্থ হস্তান্তর সময়ে উপস্থিত ছিলেন উত্তর বঙ্গছাত্র পরিষদের সভাপতি সফিউর রহমান সাগর,সাধারণ সম্পাদক তন্ময় কুমার,সহ সভাপতি স্বকৃত গালিব,ফজলুর হক রাফি ও সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান অলি।

এসময় এই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ‘উত্তরবঙ্গ ছাত্র রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থীদের সাহায্য ও সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকেই কাজ করে আসছে।এরই ধারাবাহিকতায় উত্তরবঙ্গ ছাত্র পরিষদ অর্থিক সহায়তা নিয়ে মোঃ সুরুজ মিয়ার পাশে এসে দাঁড়িয়েছে।এই সময় তারা জানান,মোঃ সুরুজ মিয়ার সম্পর্ণ চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত সাহায্য অব্যাহত থাকবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!