নিজস্ব প্রতিবেদক ।।
করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে থেকে মানবিক সহযোগিতা করার লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি কে আহবায়ক এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি কে সদস্য সচিব করে ৮২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।