চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। ট্রাক-পিকআপের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (২১ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার। জানান, চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাকের ধাক্কায় চার চাকার পিকআপ গাড়ির ১২ যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।