পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে লড়াইয়ে নামার আগে প্রস্তুতিতে আত্মবিশ্বাসের পারদ বাড়িয়ে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে তারা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে ব্রিসবেনে অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে প্রথমে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। তবে পুঁজিটা বড় গড়তে পারেনি তার দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করেন লাল-সবুজ জার্সিধারীরা।

দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। ২১ রান করেন ফারজানা হক। রিতু মনির ব্যাট থেকে আসে অপরাজিত ১৪ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আইমান আনোয়ার।

জবাবে জাহানারা আলম, খাদিজাতুল কুবরা ও সালমাদের বোলিং তোপে ২ বল বাকি থাকতেই ১০৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন জেভেরিয়া খান। ১৮ রান করেন আলিয়া রিয়াজ। নিদা দারের ব্যাট থেকে আসে ১৪ রান। বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার জাহানারা। ৩ উইকেট শিকার করেন অফস্পিনার খাদিজাতুল। অধিনায়ক সালমা ঝুলিতে ভরেন ২ উইকেট।

একই ভেন্যুতে থাইল্যান্ড নারী দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। এবারের বিশ্বমঞ্চে দুগ্রুপে ভাগ হয়ে ১০ দল পারফরম করবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গী পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ২৪ ফেব্রুয়ারি মূল লড়াই শুরু হবে বাংলাদেশ মেয়েদের। নিজেদের প্রথম ম্যাচে পার্থে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। দ্বিতীয় ম্যাচে ২৬ ফেব্রুয়ারি ক্যানবেরায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বেন সালমারা। গ্রুপপর্বে তাদের পরবর্তী দুটি ম্যাচ হবে মেলবোর্নে নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!