মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৭’শ রোগী

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকিত আলীরচর এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায়, দুস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী উপজেলা সদরের তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে হল রুমে প্রায় ৭’শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন ও আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মেডিকেল অফিসার ডা. পলাশ সরকার।

বিশিষ্ট সমাজসেবক মো: তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল সেবার উদ্বোধন করেন মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন।

সংগঠনটির সাধারন সম্পাদক সৈয়দ গোলাম মহিউদ্দিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ধনীরামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, ইউপি সদস্য বোরহান উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, ড. মীর শামসুল হক, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সোহেল শান্ত, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবু লাইছ মোল্লা, প্রচার সম্পাদক জামাল মোল্লাসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।

এ ব্যাপারে সংগঠনটির সহ-সভাপতি সফিকুল ইসলাম বলেন, আলীরচর গ্রামের স্বপ্নদ্রষ্টা বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রফেসর শামসুল হক মোল্লা স্যারের প্রতি অনুপ্রানিত হয়ে আমরা এই সংগঠনটি পরিচালনা করে আসছি।

আমরা অতীতেও অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তা করেছি। যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন অসহায় লোকদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!