মুরাদনগর উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ওসমান গনি সরকার, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২ মে বৃহস্পতিবার। মুরাদনগর উপজেলায় পরিষদ নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থী, ৬ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৬ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মুরাদনগর উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন আহসানুল আলম সরকার কিশোর,  গোলাম সারওয়ার হাসান,  তারেক আবদুল্লাহ,  রাশেদ আলম হায়দার, আল আমিন সরকার।
উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন সৈয়দ তানভীর আহমেদ (ফয়সাল), হাবিবুর রহমান, মোঃ আতিকুর রহমান হেলাল, মোঃ আবদুল্লাহ নজরুল, শাহিন, শেখ আকরাম। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন সানোয়ারা বেগম লুনা, আফজালুন নেছা বাসিত, আছমা বেগম, কুলসুম বেগম, নুরজাহান মজুমদার, নাজমা আক্তার।
প্রসঙ্গত, আগামী ২৯ মে মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচন। মনোনয়ন বাছাই ৫ মে , প্রার্থিতা প্রত্যাহার ১২ মে , প্রতীক বরাদ্দ ১৩ মে।
উল্লেখ্য, ২টি থানা ও ২২টি ইউনিয়ন নিয়ে মুরাদনগর উপজেলা গঠিত। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬০৭ হাজার ৪ শত ৪১। পুরুষ ভোটার ২ লাখ ৪২ হাজার ১ শত ১৯, মহিলা  ২ লাখ ২৫ হাজার ৩ শত ১৯ ও  তৃতীয় লিঙ্গ ৩ জন। মোট ভোট কেন্দ্র ১৯১ টি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!