শীতকালীন জাতীয় ক্রীড়ার ক্রিকেটে কুমিল্লা হাই স্কুল দেশ সেরা

নিজস্ব প্রতিবেদক:
৪৯তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে কুমিল্লা হাই স্কুল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে । বুধবার সকাল ১০টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সমাপনী দিনে এক অনুষ্ঠানে দেশসেরা কুমিল্লা হাইস্কুলকে অভিনন্দন জানিয়ে চেম্পিয়ান ট্রফি পুরস্কার তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ।
এ সময় কুমিল্লা হাইস্কুলের সভাপতি নজরুল ইসলাম চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দিয়ে পুরস্কার গ্রহণ করেন । কুমিল্লা হাইস্কুল ক্রিকেট দল প্রথম পর্বে পুলিশ লাইন হাই স্কুলকে হারিয়ে, সেমিফাইনালে কুমিল্লা জিলা স্কুলকে হারিয়ে এবং ফাইনালে কুমিল্লা ঈশ্বর পাঠশালাকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়৷ তারপর দেবিদ্বার, বুড়িচং ও ব্রাহ্মণ পাড়াকে হারিয়ে, ফাইনালে তিতাস কে টপকে জেলা চ্যাম্পিয়ন হয়৷ ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষীপুরকে হারিয়ে উপ-অঞ্চল চ্যাম্পিয়ন হয়৷ তারপর চট্টগ্রাম ও সিলেট উপ অঞ্চলকে হারিয়ে বকুল অঞ্চল চ্যাম্পিয়ন হয় কুমিল্লা হাই স্কুল। বকুল অঞ্চল ঢাকা পদ্ম অঞ্চল, বরিশাল গোলাপ অঞ্চল এবং রাজশাহী চাঁপা অঞ্চলকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করে কুমিল্লা হাই স্কুল।

উল্লেখ্য, গত বছরও সেরা নৈপুণ্য প্রদর্শন করে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা হাইস্কুল।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!