কুমিল্লায় অস্ত্র-গুলিসহ আটক ১০

কুমিল্লায় দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ ১০ জনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাত ১২টা থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন, কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি (২১), মো. নাইমুল ইসলাম নাঈম (৩৬), ঈদগাহ এলাকার মো. সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার মোহাম্মদ আলী (২৪), মো. সাব্বির হোসেন (২১), ঝাউতলা এলাকার মো. জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর পাড় এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), মো. অপু (৪২), বুড়িচং সাধকপুর এলাকার মো. আবুল খায়ের (৩৯) ও কালিয়াজুরি এলাকার রাকিব (২১)।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, আটকদের থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি দেশীয় এলজি, নয়টি কার্তুজ, চারটি গুলি, একটি ম্যাগাজিন ও বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্রনিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!