অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম

মাজহারুল ইসলাম বাপ্পি :

অপরাধী কোন দলের, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধুই অপরাধী। অপরাধী যে দল অথবা মতের’ই হোক, যতো প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই।

অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও চাঁদাবাজমাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইন হাতে তুলে নেওয়া কখনই গ্রহণযোগ্য নয়। মব কিলিংয়ের সংস্কৃতি বন্ধ করতে হবে। থানায় মামলা, জিডি, অভিযোগ করাসহ সেবা নিতে আসা লোকজনের কোনো টাকা দেয়া লাগবে না বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম।

রবিবার (১৩ জুলাই) রাতে কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সদর দক্ষিণ মডেল থানায় সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় মাদক ব্যবসায় যারা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এমনকি কোন অফিসারও যদি মাদক ব্যবসায়ীর কাছ থেকে একটি টাকা নেয় আমাকে জানাবেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। অপরাধীদের ব্যাপারে কেউ সুপারিশ করবেন না।

এ সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, দফতর সম্পাদক মাজহারুল ইসলাম বাপ্পি, ক্রীড়া সম্পাদক মাজহারুল ইসলাম নোমান উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!