কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের ইসলামী মহাসম্মেলনে হাজার মানুষের ঢল

প্রেস বিজ্ঞপ্তি :
কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে গতকাল ২৩ ডিসেম্বর সোমবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২৯তম তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হক সাহেবের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (সাঃ) আল্লামা আযহার মাদানী দা:বা:(ভারত), আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, ইসলামী আন্দোলনের রাহবার আল্লামা মামুনুল হক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আ ফ ম খালিদ হোসাইন সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম । আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা বলেন, মুসলমানদের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও দেশের স্থিতিশীলতা কোরআন-হাদিসের পথেই অর্জিত হয়। সমাজ কোরআন-হাদিস বিবর্জিত পথে চললে মাদক সন্ত্রাস দুর্নীতি ও জঙ্গিবাদের থাবায় আক্রান্ত হয়। তাই শান্তির সমাজ বিনির্মাণে রাহমাতুল্লিল আলামীন হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নতের অনুসরণ অতীব জরুরী। সম্মেলনে সংগঠনের সেক্রেটারি জেনারেল আল্লামা আশরাফ আলী সাহেবের লিখিত বক্তব্য পাঠ করা হয়। বক্তারা আরো বলেন বিশ্বব্যাপী মুসলিম জাতি নিধনের এক গভীর ষড়যন্ত্র চলছে। ভারতের কাশ্মীর আসাম মিয়ানমার সিরিয়া ফিলিস্তিনসহ আমাদের বাংলাদেশও কাফের বেইমানদের রক্তচক্ষু থেকে নিরাপদ নয়। সুতরাং আমাদের ঈমান আকিদা সংরক্ষণ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার ক্ষেত্রে আমাদেরকে জান বাজি রেখে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম সর্বশেষ নবী। এটা মুসলিম জাতির আকীদা-বিশ্বাস। যারা হযরত মোহাম্মদ (সা:) কে সর্বশেষ নবী মানে না, তারা কখনো মুসলমান হতে পারে না। সুতরাং কাদিয়ানী সম্প্রদায় তথা আহমদীয়া জামাত- যারা মোহাম্মদ (সা:) কে শেষ নবী মানে না, তাদেরকে অবিলম্বে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করতে হবে। যারা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ (সা:) এবং কুরআন ও সুন্নাহর ব্যাপারে কটুক্তি করে, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। পরিশেষে সংগঠনের সভাপতি সর্বস্তরের তৌহিদী জনতাকে শান্তি ও মুক্তির একমাত্র পথ সুন্নতে নববীকে আঁকড়ে ধরার আহ্বান জানান এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি আল্লামা আশরাফ আলী সুস্থতা এবং দেশবাসীর জন্য মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!