চান্দিনায় সূষ্ঠূ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি স্বতন্ত্র প্রার্থী হাজী শামীমের

নিজস্ব প্রতিবেদক।।

সূষ্ঠূ অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাজী শামীম হোসেন। আসন্ন পৌরসভা নির্বাচনে কুমিল্লায় চান্দিনা পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার প্রতিক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে নির্বাচন সংশ্লিষ্টদের তিনি এমন দাবি করেন। এদিন দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে তাকে জগ প্রতিক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম। এসময় হাজী শামীম হোসেনের সাথে সাবেক মেয়র আব্দুল মান্নান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাজী শামীম হোসেন বলেন, নির্বাচন কমিশন কর্তৃক সূষ্ঠু অবাধ নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণ মুলক নির্বাচন অনুষ্ঠানের আশ্বাসে আমি প্রার্থী হয়েছি। আশা করি রিটার্নিং কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। তিনি বলেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগেই একটি মহলের পক্ষ থেকে হুমকি ধমকি দেয়া শুরু হয়ে গেছে। এসব বিষয়ে প্রশাসন যাতে যথাযথ দৃষ্টি রাখে সেই কামনা করছি। এ সময় সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আধুনিক পৌরসভা গঠনে তিনি চান্দিনা পৌরবাসীর মুল্যবান ভোট প্রার্থনা করেন।

এ ছাড়া এ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শওকত হোসেন ভূঁইয়া নৌকা, বিএনপির শাহ আলমগীর খান ধানের শীষ, এলডিপির জামশেদ আহাম্মদ জাকি ছাতা, ইসলামী আন্দোলন প্রার্থী মাওঃ রেজাউল করিম হাতপাখা প্রতিক বরাদ্দ পেয়ে প্রচারনা শুরু করেছেন।
আগামী ১৬ জানুয়ারি এ পৌরসভায় ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!