১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

  • তারিখ : ০৮:১৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 209

ছবি : কুমিল্লা এসডি নিউজ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার চান্দিনায় সুদের টাকা আদায়ের জন্য আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। এ সময় হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘটে। অভিযুক্ত একই গ্রামের আবুল কালামের ছেলে বোরহান।

স্থানীয়রা জানান, আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত আজগর মিয়ার মেয়ের জামাই। তিনি শ্বশুরবাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন। একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান দীর্ঘদিন সুদের ব্যবসা করে আসছেন।

আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে ঋণ নেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক ধরে এনে রসুলপুর গ্রামের মধ্যেপাড়া রাস্তার পাশের মসজিদ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে অপমান করা হয়।

এদিকে, ঘটনাটি অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফেসবুকসহ বিভিন্ন মহলে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ ঘটনায় আলী আকবরের বড় ছেলে ইব্রাহীম জানান, আমার ছোট ভাইকে বিদেশে পাঠানোর জন্য দুই বছর আগে বাবাকে ৭০ হাজার টাকা ধার নিতে হয়। এখন সুদের অজুহাতে বোরহান এক লাখ ৫০ হাজার টাকা দাবি করছেন। টাকার জন্য বাবাকে এভাবে রাস্তায় খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেছেন। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত বোরহানকে কল দিলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরননি।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আনইগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

তারিখ : ০৮:১৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার চান্দিনায় সুদের টাকা আদায়ের জন্য আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। এ সময় হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘটে। অভিযুক্ত একই গ্রামের আবুল কালামের ছেলে বোরহান।

স্থানীয়রা জানান, আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত আজগর মিয়ার মেয়ের জামাই। তিনি শ্বশুরবাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন। একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান দীর্ঘদিন সুদের ব্যবসা করে আসছেন।

আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে ঋণ নেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক ধরে এনে রসুলপুর গ্রামের মধ্যেপাড়া রাস্তার পাশের মসজিদ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে অপমান করা হয়।

এদিকে, ঘটনাটি অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফেসবুকসহ বিভিন্ন মহলে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ ঘটনায় আলী আকবরের বড় ছেলে ইব্রাহীম জানান, আমার ছোট ভাইকে বিদেশে পাঠানোর জন্য দুই বছর আগে বাবাকে ৭০ হাজার টাকা ধার নিতে হয়। এখন সুদের অজুহাতে বোরহান এক লাখ ৫০ হাজার টাকা দাবি করছেন। টাকার জন্য বাবাকে এভাবে রাস্তায় খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেছেন। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত বোরহানকে কল দিলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরননি।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আনইগত ব্যবস্থা নেওয়া হবে।