বরিশাল প্রতিনিধি :
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের গাইনের পাড় নামক এলাকায় দুই বাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ১১ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মারা যাওয়া নারীর (৩০) পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহত যাদের পরিচয় পাওয়া গেছে- মুলাদি উপজেলার নাজিরপুর গ্রামের তামান্না (২২), হনুফা বেগম (২৫), নওগাঁর শাহাজাতপুর সদরের মুকুল (৩২), আগৈলঝাড়া উপজেলা রত্নপুর গ্রামের সঞ্জয় দাস (৩০), গৌরনদীর বিল্লগ্রাম গ্রামের আনোয়ারা বেগম (৬৫), উজিরপুরের বরাকোঠা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির (৭০), তার স্ত্রী আনোয়ারা বেগম (৬০), পটুয়াখালীর গলাচিপার আমখোলা গ্রামের আব্দুর রহিম সিকদার (৬০), গৌরনদী সদরের সুমা ঘোষ (২৭), বিআরটিসি বাসের সুপারভাইজার, কুষ্টিয়া জেলার নওগাঁ শাবুগিয়া গ্রামের শাহাবুব হোসেন (৩৬) এবং ঝালকাঠি কৃঞ্চখালি গ্রামের আলম হোসেন (৪৫)।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, রাজশাহী থেকে বরগুনার আমুয়াগামী বিআরটিসি বাস দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাকবলিত এলাকা অতিক্রমকালে বরিশাল থেকে কেওরাকান্দিগামী লায়ন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, এ সময় বরিশালমুখী একটি প্রাইভেটকার দুর্ঘটনাকবলিত লায়ন পরিবহনের পেছনে ঢুকে যায়। দুর্ঘটনায় বাস দুইটি এবং প্রাইভেটকারের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। ২৫ জন আহত হন। প্রথমে আহতদের গৌরনদী হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ১২ জনকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার কারণে মহাসড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের রেকার ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।