মো. জাকির হোসেন :
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করণে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ২৮ ব্যক্তিকে মোট ১১ হাজার ৪ শত টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা।
মঙ্গলবার সকালে মাস্ক না পরা, মাস্ক ঝুলিয়ে ও পকেটে রাখা এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ২৮ জনকে জরিমানা করা হয়। উপজেলা পরিষদের সামনে থেকে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পাশাপাশি মাস্ক ছাড়া এ এলাকায় আগত ব্যক্তিদের মাস্ক পড়তে বাধ্য করা হয় এবং মাস্ক পরিহিত ক্রেতা ছাড়া পণ্য বেচা-কেনা না করতে ব্যাবসায়ীদের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এ প্রতিনিধিকে জানান।