০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

কুমিল্লায় বৃদ্ধ বাবাকে পেটানোর ভিডিও দেখে ছেলেকে গ্রেফতার

  • তারিখ : ০৩:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / 540

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. আব্দুল জলিল (৮০) নামে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করেন ছেলে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা সমালোচনা।

বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে ছেলে আবদুল মান্নানকে (৩০) গ্রেফতার করা হয়। ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে।

এক মিনিট ১৬ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, মো. আব্দুল জলিলের ছেলে আবদুল মান্নান (৩০) প্রথমে তার বাবাকে গালমন্দ করতে থাকেন। এক পর্যায়ে দৌড়ে গিয়ে একটি লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন। এ সময় বৃদ্ধ আব্দুল জলিল বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করতে থাকেন।

স্থানীয়রা জানান, সম্পত্তি নিয়ে গত ১ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আবদুল মান্নান তার বাবাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি না জানলেও ঘটনার দুই দিন পর ভাইরাল ভিডিও ফুটেজ দেখে তারা জানতে পারেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

শুক্রবার রাতে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে শনিবার ভোরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে আবদুল মান্নানকে গ্রেফতার করে। পরে তার বড় ভাই মো. নাঈম ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, বৃদ্ধ আব্দুল জলিলের তার ছেলে কর্তৃক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমরা মর্মাহত হই। পরে অভিযান চালিয়ে তার ছেলেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারে পর জানতে পারি সম্পত্তি দেওয়া নেওয়াকে কেন্দ্র করে আবদুল মান্নান তার বাবাকে মারধর করেছেন। খবর পেয়ে তার বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

কুমিল্লায় বৃদ্ধ বাবাকে পেটানোর ভিডিও দেখে ছেলেকে গ্রেফতার

তারিখ : ০৩:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. আব্দুল জলিল (৮০) নামে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করেন ছেলে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা সমালোচনা।

বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে ছেলে আবদুল মান্নানকে (৩০) গ্রেফতার করা হয়। ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে।

এক মিনিট ১৬ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, মো. আব্দুল জলিলের ছেলে আবদুল মান্নান (৩০) প্রথমে তার বাবাকে গালমন্দ করতে থাকেন। এক পর্যায়ে দৌড়ে গিয়ে একটি লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন। এ সময় বৃদ্ধ আব্দুল জলিল বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করতে থাকেন।

স্থানীয়রা জানান, সম্পত্তি নিয়ে গত ১ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আবদুল মান্নান তার বাবাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি না জানলেও ঘটনার দুই দিন পর ভাইরাল ভিডিও ফুটেজ দেখে তারা জানতে পারেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

শুক্রবার রাতে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে শনিবার ভোরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে আবদুল মান্নানকে গ্রেফতার করে। পরে তার বড় ভাই মো. নাঈম ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, বৃদ্ধ আব্দুল জলিলের তার ছেলে কর্তৃক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমরা মর্মাহত হই। পরে অভিযান চালিয়ে তার ছেলেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারে পর জানতে পারি সম্পত্তি দেওয়া নেওয়াকে কেন্দ্র করে আবদুল মান্নান তার বাবাকে মারধর করেছেন। খবর পেয়ে তার বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।