সাবেক আইনমন্ত্রীর মৃত্যুতে কুবি বঙ্গবন্ধু পরিষদ একাংশের শোক প্রকাশ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের মিজান-নাসির অংশ।

মঙ্গলবার (৪ মে) বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু আইনমন্ত্রী থাকাকালীন সময়ে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার খুনীদের বিচারের পথ সুগম করেন। এ ঐতিহাসিক কাজের জন্য ওনি বাঙ্গালীর হৃদয়ে সম্মানিত হয়ে থাকবেন।

এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মতিন খসরুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটির এ অংশ।

উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!