কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে মহড়া

কুমিল্লা নগরীতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ে মহড়া দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে তারা। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ৭নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খলিফা বাড়ির সামনে থেমে থেমে মহড়া দেওয়া হয়। এ ঘটনার একাধিক ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফুটেজে দেখা যায়, শটগান, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমানের কার্যালয়ের সামনে মহড়া দিচ্ছে একদল দুর্বৃত্ত। তারা ফাঁকা গুলি ছুড়ছে। এ সময় তাদের কয়েক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান বলেন, বিকেলে হঠাৎ একদল অস্ত্রধারী আমার কার্যালয়ের সামনে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ পর্যায়ে তারা আমার বাড়িতে হামলা চালায়। কী কারণে হামলা করেছে এ ব্যাপারে আমি অবগত নয়। এ ঘটনায় এলাকায় নারী-শিশুসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমি ঘটনার বিচার দাবি করছি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!