অপপ্রচার ও গুজবে কান না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

অপপ্রচার ও গুজবে কান না দিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ তাই খাদ্য সঙ্কটের কোন সম্ভাবনা নেই বলে জানান প্রধানমন্ত্রী।

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সকালে আর্মি মাল্টিপারপাস সেন্টারে সশস্ত্র বাহিনীর শহীদ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকারকে বিভ্রান্ত করতেই এ ধরণের অপপ্রচার চালানো হচ্ছে । এসব অপপ্রচারকে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, দেশের মানুষের সামগ্রিক মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। জণগণের ভাগ্য উন্নয়নে যা যা করা দরকার, সবই করছে সরকার। এ সময় পুনরায় দেশ পরিচালনার সুযোগ দেয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সাথে কুশল বিনিময় করে, উপহার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।

যমুনা টিভি

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!