ইউটিউব দেখে গোপনে ডেলিভারির চেষ্টা প্রেমিকের, প্রাণ গেল নবজাতকের

অনলাইন ডেস্ক :
ইউটিউব ভিডিও দেখে গোপনে প্রেমিকার ডেলিভারি করাতে গিয়েছিলেন এক যুবক। আর তা করতে গিয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রেমিকার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সম্প্রতি ভারতের তামিলনাড়ুর একটি গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বেশ কয়েক বছর ধরেই তামিলনাড়ুর এক গ্রামের কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। অবৈধ সম্পর্কের কারণে ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়েন।

সম্প্রতি আট মাসের গর্ভবতী ওই তরুণীর প্রসববেদনা ওঠে। সে কথা তার প্রেমিককে জানালে তাকে বাইকে করে গ্রামের কাছে কাজু ক্ষেতে নির্জন জায়গায় নিয়ে যায় ওই যুবক।

সেখানে ইউটিউব ভিডিও দেখে প্রসব করানোর চেষ্টা করেন তিনি। কিন্তু প্রসবের সময় সদ্যোজাতর মাথার বদলে হাত বেরিয়ে আসে। এরপরও জোর করে বাচ্চাকে বের করার চেষ্টা করলে শুরু হয় প্রবল রক্তপাত।

এক পর্যায়ে ওই যুব ঘাবড়ে যান। পরে বাইকে করে ১২ কিলোমিটার পথ পেরিয়ে প্রেমিকাকে পনেরি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তরুণীকে মেটারনিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তরুণীর অস্ত্রোপচার করে মৃত শিশু বের করা হয়।

ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ওই যুবককে গ্রেফতার করা হয়েছে ও তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!