০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • তারিখ : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • / 932

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকা থেকে মো. আলম বাবুল (৪২) নামে এক মাদক কারবারির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল হতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি অপারেশন মাসুম খান জানান, আজ রোববার ভোরে দুই মাদক কারবারিদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ শহরের কবিতা চত্বর এলাকায় গেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ এক মরদেহ একটি দেশীয় তৈরি অস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ ও ২শ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্তের পর জানা যায়, তার নাম মো. আলম ওরফে বাবুল মিয়া। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার মিয়া আহমদের পুত্র।

পুলিশ জানায় তার বিরুদ্ধে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন থানায় অস্ত্র ও ইয়াবা কারবারের ৯টি মামলা রয়েছে। অপর ৩ ভাইসহ বাবুল মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন

কক্সবাজারে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

তারিখ : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকা থেকে মো. আলম বাবুল (৪২) নামে এক মাদক কারবারির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল হতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি অপারেশন মাসুম খান জানান, আজ রোববার ভোরে দুই মাদক কারবারিদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ শহরের কবিতা চত্বর এলাকায় গেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ এক মরদেহ একটি দেশীয় তৈরি অস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ ও ২শ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্তের পর জানা যায়, তার নাম মো. আলম ওরফে বাবুল মিয়া। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার মিয়া আহমদের পুত্র।

পুলিশ জানায় তার বিরুদ্ধে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন থানায় অস্ত্র ও ইয়াবা কারবারের ৯টি মামলা রয়েছে। অপর ৩ ভাইসহ বাবুল মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।