অনলাইন ডেস্ক :
কুমিল্লার চান্দিনায় একই স্থানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মে) দুপুরে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনি সরকার ও ছাত্রলীগ নেতা নাজমুল গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে আটক করে চান্দিনা থানায় নিয়ে যায়। পরে উত্তেজিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের গুলির ঘটনায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার বলেন, রেদোয়ান আহমেদ চান্দিনার মাটিতে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছেন। তিনি নিজ হাতে আমার নেতাকর্মীদের গুলি করেছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।