০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ অভিনেতার পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার কুমিল্লা সদর দক্ষিণে ঘরের তালা ভেঙে চুরি ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে- উদবাতুল বারী আবু কুমিল্লায় যৌথ অভিযানে রিভলবার-এলজি উদ্ধার, গ্রেপ্তার ৪ কুমিল্লা সদর দক্ষিণে মাদক ব্যবসায়ী বিল্লালের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার  নাঙ্গলকোটে মহিলাদল আদ্রা উওর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লায় ছাত্রলীগকর্মীসহ নিহত ২, চাপা দেয়া বাসে আগুন

  • তারিখ : ০৭:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • / 540

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দেবিদ্বারে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ২০ বছরের রবিউল দেবিদ্বার পৌরসভার চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তিনি পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন। অপর নিহত সজিব হোসেনের বাড়ি উপজেলার বড় আলমপুরে।

স্থানীয়দের বরাতে পরিদর্শক মাসুদ জানান, সুগন্ধা পরিবহনের একটি বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। বাসটি উপজেলার বেগমাবাদ এলাকায় এলে একই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাইকচালক রবিউল ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত সজিব হোসেনকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তারও মৃত্যু হয়।

পুলিশের পরিদর্শক আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় উত্তেজিত লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে বাইক ও বাসটিকে জব্দ করে ফাঁড়িতে নেয়া হয়েছে। এ বিষয়ে সন্ধ্যায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

দেবিদ্বার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘রবিউল ছাত্রলীগের কর্মী ছিলেন। বাস চালকের ভুলে তার প্রাণ গেল। বাস চালকের শাস্তির দাবি জানাই।’

শেয়ার করুন

কুমিল্লায় ছাত্রলীগকর্মীসহ নিহত ২, চাপা দেয়া বাসে আগুন

তারিখ : ০৭:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দেবিদ্বারে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ২০ বছরের রবিউল দেবিদ্বার পৌরসভার চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তিনি পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন। অপর নিহত সজিব হোসেনের বাড়ি উপজেলার বড় আলমপুরে।

স্থানীয়দের বরাতে পরিদর্শক মাসুদ জানান, সুগন্ধা পরিবহনের একটি বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। বাসটি উপজেলার বেগমাবাদ এলাকায় এলে একই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাইকচালক রবিউল ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত সজিব হোসেনকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তারও মৃত্যু হয়।

পুলিশের পরিদর্শক আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় উত্তেজিত লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে বাইক ও বাসটিকে জব্দ করে ফাঁড়িতে নেয়া হয়েছে। এ বিষয়ে সন্ধ্যায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

দেবিদ্বার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘রবিউল ছাত্রলীগের কর্মী ছিলেন। বাস চালকের ভুলে তার প্রাণ গেল। বাস চালকের শাস্তির দাবি জানাই।’