কুমিল্লায় ছাত্রলীগ নেতা সাইফুল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা (উত্তর) জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সাইফুল ইসলাম উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু গ্রামের মো. সফিকুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা সাধারণ সম্পাদক।
 
গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজহারভুক্ত আসামি তিনি। এছাড়া তিনি ওই একই দিন দেবীদ্বার নিউমার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা এবং গুলিবর্ষণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গতকাল রাত ২টায় ডেভিল হান্ট অভিযানে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রুবেল হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
error: ধন্যবাদ!