১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাদির ওপর হামলার ঘটনায় নির্বাচনে প্রভাব নিয়ে যা বললেন ইসি মাছউদ কুমিল্লা সদর দক্ষিণ ইউএনও’র প্রশংসনীয় উদ্যোগ অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই কুমিল্লা সদর দক্ষিণে সিএনজি উল্টে শিক্ষক নিহত কুমিল্লা সদর দক্ষিণে আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী যৌথ অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লায় চমক দেখালেন মনিরুল হক চৌধুরী কুমিল্লা নামে বিভাগ চেয়ে এবার কাতার প্রবাসীদের স্মারকলিপি প্রদান ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ অভিনেতার পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন

  • তারিখ : ০৪:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • / 2403

কুবি প্রতিনিধি :

স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতকের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ দাবী জানান তারা। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

জানা যায়, করোনা সংক্রমণে আটকে থাকা স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৯ আগস্ট একাডেমিক কাউন্সিল ও পরীক্ষার কমিটির সভায় ৯ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শুরুর ঘোষণা দেয়া হয়।স্নাতকের পরীক্ষা ছাড়া শুধুমাত্র স্নাতকোত্তরের পরীক্ষার নেয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে আসছেন স্নাতকের শিক্ষার্থীরা। তাদের দাবি স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতক চূড়ান্ত সেমিস্টারের আটকে থাকা পরীক্ষা নেওয়া হোক।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, স্নাতকোত্তরের শিক্ষার্থীদের একটি সার্টিফিকেট আছে। যার ফলে তারা চাকুরির বাজারে আবেদনের সুযোগ পাচ্ছে। কিন্তু আমরা সাড়ে ৫ বছর পরও স্নাতক শেষ করতে পারি নি। কোন চাকরিতে আমরা আবেদন করার সুযোগ পাচ্ছিনা। আমরা চাই স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতকের পরীক্ষা নেওয়া হোক।

প্রত্নতত্ত্ব ১১তম ব্যাচের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ৪ বছর ৫ মাস অতিবাহিত হওয়ার পরও আমরা মাত্র ৪ টি সেমিস্টার শেষ করতে পেরেছি। ২০১৯ সালে আমরা সেশনজট নিরসনের দাবীতে আন্দোলন করলে উপাচার্য মহোদয় নিজ উদ্যোগে একাডেমিক ক্যালেন্ডার করে দিয়েছিলেন।কিন্তু আমাদের বিভাগ একাডেমিক ক্যালেন্ডারের তোয়াক্কা না করে গতানুগতিক নিয়মেই চলেছে। যার ফলে আমাদের আর পরীক্ষায় বসতে পারছিনা। যতই দিন যাচ্ছে আমাদের সেশনজট বেড়ে চলছে।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বিভিন্ন অনুষদের ডিন, বিভাগী প্রধান ও ছাত্র প্রতিনিধিদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষা শুরুর ঘোষণা দেন।তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা করে স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতক ১০ম ব্যাচের পরীক্ষা শুরু হবে। ধাপে ধাপে সব ব্যাচের পরীক্ষা শুরু হবে।’

শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন

তারিখ : ০৪:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

কুবি প্রতিনিধি :

স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতকের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ দাবী জানান তারা। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

জানা যায়, করোনা সংক্রমণে আটকে থাকা স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৯ আগস্ট একাডেমিক কাউন্সিল ও পরীক্ষার কমিটির সভায় ৯ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শুরুর ঘোষণা দেয়া হয়।স্নাতকের পরীক্ষা ছাড়া শুধুমাত্র স্নাতকোত্তরের পরীক্ষার নেয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে আসছেন স্নাতকের শিক্ষার্থীরা। তাদের দাবি স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতক চূড়ান্ত সেমিস্টারের আটকে থাকা পরীক্ষা নেওয়া হোক।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, স্নাতকোত্তরের শিক্ষার্থীদের একটি সার্টিফিকেট আছে। যার ফলে তারা চাকুরির বাজারে আবেদনের সুযোগ পাচ্ছে। কিন্তু আমরা সাড়ে ৫ বছর পরও স্নাতক শেষ করতে পারি নি। কোন চাকরিতে আমরা আবেদন করার সুযোগ পাচ্ছিনা। আমরা চাই স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতকের পরীক্ষা নেওয়া হোক।

প্রত্নতত্ত্ব ১১তম ব্যাচের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ৪ বছর ৫ মাস অতিবাহিত হওয়ার পরও আমরা মাত্র ৪ টি সেমিস্টার শেষ করতে পেরেছি। ২০১৯ সালে আমরা সেশনজট নিরসনের দাবীতে আন্দোলন করলে উপাচার্য মহোদয় নিজ উদ্যোগে একাডেমিক ক্যালেন্ডার করে দিয়েছিলেন।কিন্তু আমাদের বিভাগ একাডেমিক ক্যালেন্ডারের তোয়াক্কা না করে গতানুগতিক নিয়মেই চলেছে। যার ফলে আমাদের আর পরীক্ষায় বসতে পারছিনা। যতই দিন যাচ্ছে আমাদের সেশনজট বেড়ে চলছে।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বিভিন্ন অনুষদের ডিন, বিভাগী প্রধান ও ছাত্র প্রতিনিধিদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষা শুরুর ঘোষণা দেন।তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা করে স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতক ১০ম ব্যাচের পরীক্ষা শুরু হবে। ধাপে ধাপে সব ব্যাচের পরীক্ষা শুরু হবে।’