০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী যৌথ অভিযান, দুইজনের কারাদণ্ড

  • তারিখ : ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 76

শাখাওয়াত হোসেন ফাহিম :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের মজলিশপুর আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে এক নারীসহ মোট দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার। অভিযানকালে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

জানা যায়, আশ্রয়ন প্রকল্পগুলোতে মাদকের রমরমা ব্যবসা চলছে, এমন সংবাদের পর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মজলিশপুর আশ্রয়ণ কেন্দ্রে যৌথ অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি সংরক্ষণ, মাদক সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টকরণের অপরাধে

হনুফা আক্তার (৩১) ও ইমরান হোসেন (২২) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী  মোসাঃ হনুফা আক্তারকে বিশ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড এবং ইমরান হোসেনকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানকে স্বাগত জানিয়েন স্থানীয়রা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের অন্যান্য স্পটগুলোতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক নারীসহ দুইজনকে জেল দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। 

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী যৌথ অভিযান, দুইজনের কারাদণ্ড

তারিখ : ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

শাখাওয়াত হোসেন ফাহিম :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের মজলিশপুর আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে এক নারীসহ মোট দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার। অভিযানকালে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

জানা যায়, আশ্রয়ন প্রকল্পগুলোতে মাদকের রমরমা ব্যবসা চলছে, এমন সংবাদের পর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মজলিশপুর আশ্রয়ণ কেন্দ্রে যৌথ অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি সংরক্ষণ, মাদক সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টকরণের অপরাধে

হনুফা আক্তার (৩১) ও ইমরান হোসেন (২২) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী  মোসাঃ হনুফা আক্তারকে বিশ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড এবং ইমরান হোসেনকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানকে স্বাগত জানিয়েন স্থানীয়রা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের অন্যান্য স্পটগুলোতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক নারীসহ দুইজনকে জেল দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।