কুমিল্লা মহানগরীতে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ওয়াটার ওয়ার্ল্ড

মাজহারুল ইসলাম বাপ্পি :
“শহরের ভিতরে সম্ভব হলে, বাহিরে কেন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে, রাঙ্গামাটি শুভলং ও সিলেটের বিছনাকান্দির অনুপ্রেরনায় কুমিল্লায় নির্মিত হতে যাচ্ছে অত্যাধুনিক ওয়াটার ওয়ার্ল্ড। যার নাম করন করা হয়েছে, নূরজাহান এমিউজমেন্ট ওয়ার্ল্ড। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নগরীর ডুলিপাড়া সংলগ্ন নূরজাহান এমিউজমেন্ট ওয়ার্ল্ডের কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক জিএস আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল, নূরজাহান এমিউজমেন্ট ওয়ার্ল্ড এর স্বত্তাধিকারী রাশেদুজ্জামান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।
উল্লেখ্য: দর্শনাথীর জন্য চমক হিসেবে রাখা হয়েছে ৭১ ফুট দীর্ঘ ঝর্ণা, দৃষ্টি নন্দন প্রধান গেইট, ফুট কার্নিভ্যাল, বিসনাকান্দির লেক, ডিপসি, কনফারেন্স হল, ডেজার সামরিং, সিনেপে’স, কটেজ এবং ভিলা। কাজের ইঞ্জিনিয়ার এ.কে.এস আকবর কবির জানান, ২০২২ সালের মধ্যে কাজ শেষ করে দর্শনাথীর জন্য পুরো ভাবে ওয়াটার ওয়ার্ল্ডটি চালু করা হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!