সুমাইয়া আক্তার সুমি নামে এক শিশু গৃহকর্মীর ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্চনার শিকার হয়েছে যমুনা টেলিভিশনের ব্যুরো চীফ ও ভিডিও জার্নালিস্ট। বুধবার সকালে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সকালে নির্যাতনের শিকার হওয়া ওই গৃহকর্মীর ভিডিও ধারন করতে গেলে ভিডিও ধারণে বাধা দেয়া ডা. আবু জাফর সানি নামে এক চিকিৎসক।
এ সময় রিপোর্টার খোকন চৌধুরী তাকে অনুরোধ করে যে, তারা একজন অসহায় শিশুর চিকিৎসা দিচ্ছেন তার একটু ভিডিও ধারণ করার। তাতেও বাধাদেন ডা. আবু জাফর সানি ও তার লোকজন। পরে তার লোকজনসহ ক্ষিপ্ত হয়ে যমুনা টেলিভিশনের রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টকে লাঞ্চিত করে হাসপাতাল থেকে বের করে দেন।
এ বিষয়ে যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো চীফ খোকন চৌধুরী জানান, নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেÑ জানতে পেরে বুধবার বেলা ১১টার দিকে আমরা সেখানে সংবাদ সংগ্রহ করতে যাই। তারা আমাদের সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে কিলু-ঘুষি মেরে ক্যামেরা ভাংচুরের চেষ্টা চালায়।
এ বিষয়ে ত হাসপাতালের পারিচালক আজিজুর রহমান সিদ্দিকীক জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।