কৃষকরা যখন পেঁয়াজ তুলবেন, তখন সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রাখবে: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক :
দেশের কৃষকরা যখন পেঁয়াজ তুলবেন, তখন সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রাখার চিন্তা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

দেশের কৃষক যেন পেঁয়াজের নায্যমূল্য পায় এজন্য এই চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।

আজ বুধবার সকালে সচিবালয়ে কৃষি প্রণোদনা বিষয়ক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন।

এসময় তিনি বলেন, কৃষকদের বিনামূল্যে কৃষি বীজ, সার ও পরিবহণ ব্যয় বাবদ ৮০ কোটি ৭৩ লাখ টাকার প্রণোদনা দেয়া হবে।

কৃষিমন্ত্রী বলেন, প্রণোদনার আওতায় আসবে ৬ লাখ ৮৬ হাজার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগডাল ও পেয়াজ এই নয়টি ফসল প্রণোদনার আওতায় আসবে বলে জানান কৃষিমন্ত্রী।

এই বছর কৃষক যেন ধানের নায্য দাম পায় সে বিষয়ে সরকার সচেতন আছে বলেও জানান কৃষিমন্ত্রী।

তিনি বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমাতে ও ধানের দাম নির্ধারণে মন্ত্রনালয় কাজ করছে।
সূত্র:
যমুনা টিভি

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!