গত সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২০১৯ সালে সৌদি আরবে ১৮৪ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে ৮৮ জন সৌদি নাগরিক, ৯০ জন বিদেশি ছিলেন। অপর ৬ জনের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, গত বছরের ২৩ এপ্রিল এক দিনেই কার্যকর হয় ৩৭ জনের মৃত্যুদণ্ড। এদের মধ্যে ৩ জন অপরাধ সংগঠনের সময় ছিলেন শিশু।