১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাম পুলিশদের মাঝে মুরাদনগর থানার ঈদ সামগ্রী বিতরণ

  • তারিখ : ০৭:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • / 412

আরিফ গাজী :

ঈদ উল ফিতর উপলক্ষে কুমিল্লার মুরাদনগর থানার শতাধীক গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মুরাদনগর থানা প্রঙ্গনে উপহার সামগ্রী তুলে দেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, গুঁড়ো দুধ, মুড়ি। এ সময় থানার অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে।

তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। তাছাড়া সামনে ঈদ, এলাকায় যেন চুরি, ছিনতাইসহ কোন ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য ইউপি চেয়ারম্যানদের সাথে আলাপ করে তাদেরকে কাজে লাগিয়েছি।

তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কষ্ট করে কাজ করে যাচ্ছে। তাদের এই কাজে উৎসাহ জোগানোর জন্য ঈদ উপলক্ষে মুরাদনগর থানার পক্ষ থেকে গ্রাম পুলিশ সদস্যদেরকে উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি।

শেয়ার করুন

গ্রাম পুলিশদের মাঝে মুরাদনগর থানার ঈদ সামগ্রী বিতরণ

তারিখ : ০৭:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

আরিফ গাজী :

ঈদ উল ফিতর উপলক্ষে কুমিল্লার মুরাদনগর থানার শতাধীক গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মুরাদনগর থানা প্রঙ্গনে উপহার সামগ্রী তুলে দেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, গুঁড়ো দুধ, মুড়ি। এ সময় থানার অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে।

তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। তাছাড়া সামনে ঈদ, এলাকায় যেন চুরি, ছিনতাইসহ কোন ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য ইউপি চেয়ারম্যানদের সাথে আলাপ করে তাদেরকে কাজে লাগিয়েছি।

তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কষ্ট করে কাজ করে যাচ্ছে। তাদের এই কাজে উৎসাহ জোগানোর জন্য ঈদ উপলক্ষে মুরাদনগর থানার পক্ষ থেকে গ্রাম পুলিশ সদস্যদেরকে উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি।