জননেত্রী শেখ হাসিনা দেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন- তাজুল ইসলাম

আকবর হোসেন:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশকে নিয়ে চিন্তাশীল বিশে^র ১০ জন রাষ্ট্রনায়কের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন। জননেত্রী শেখ হাসিনার দেশকে আজ বিশে^র দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ছেন। মুক্তিযুদ্ধের চেতনায় ২০২১ ও ২০৪১ রূপকল্প বাস্তবায়নে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে আন্তর্জাতিকভাবে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আজ শনিবার বিকালে লাকসাম উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ‘যার জমি আছে, ঘর নাই’ প্রকল্পের আওতায় উপকারভোগীদের ঘর, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, রবি প্রণোদনার আওতায় সার ও বীজ, কৃষি যন্ত্রপাতি, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ল্যাপটপ, প্রজেক্টর, বিভিন্ন ভাতা, বিভিন্ন ঋণ, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং নিয়মিত এবং নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ ও পরিচ্ছন্ন কর্মীদের মাঝে সমবায় সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে সাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরাও দরিদ্রদের মাঝে বিভিন্ন ভাতা, ঋণ বিতরণ করে তাদেরকে সাবলম্বী হওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি। তিনি আরো বলেন, ২০২১ সালের পর আমাদের দেশে আর বেকারত্ব কমে যাবে। দেশেই অনেক কর্মক্ষেত্র সৃষ্টি হবে। আমাদের সন্তানদের আর মালয়েশিয়া-সিঙ্গাপুর যেতে হবেনা। আর ২০৪১ সালে বাংলাদেশ হবে বিশে^র একটি উন্নত রাষ্ট। আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে সে উন্নত রাষ্ট্রের শিশুটি জন্ম নিচ্ছে সে উন্নত রাষ্ট্রের মালিক হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহব্বত আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রাণী চাকমা ও গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন শামীমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী সোহরাব আলী, মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাঠান মো: সাইদুজ্জামান, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, লাকসাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্যাহ কায়েস, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, চেয়ারম্যান রুহুল আমিন, হারুনুর রশিদ, ওমর ফারুক, সাহিদুল ইসলাম শাহিন, আবদুর রশিদ সওদাগর, আলী আহম্মদ, আবদুল আউয়াল আবুল, উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, দলিলুর রহমান মানিক, লাকসাম পৌরসভা কাউন্সিলর আবদুল আলিম দিদার, খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অন্যদিকে শনিবার সকালে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি ও মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মোঃ আলী আক্কাস, মুকুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম ছিদ্দিকী, ছাত্রলীগ নেতা শিমুল খান, নুর খান মিঠু, আবদুল্লাহ আল মামুন, রাসেল চৌধুরী, ইফরাত আহমেদ ইফু, আমজাদ হোসেন বিপ্লব, মাহাবুব আলম, রফিকুল ইসলাম, আরেফিন রুবেল, আবু নওশাদ, মাজহারুল ইসলামসহ উপজেলা ও ১১টি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একদিন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি লাকসাম পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের নবগঠিত সমবায় সমিতি হরিজন কল্যাণ সমবায় সমিতি লি: এর সদস্যদের মাঝে সমবায় নিবন্ধন সনদ প্রদান করেন। পরিচ্ছন্নতা কর্মীদের এই সমবায় গঠন, পরিচালনা এবং দক্ষতা উন্নয়নে সার্বিক সহায়তা করছেন লাকসাম পৌরসভা ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশন। লাকসাম পৌরসভায় কর্মরত প্র্যাকটিক্যাল এ্যাকশন প্রতিনিধি ইমানুর রহমান জানান, সমাজের সুবিধা বঞ্চিত হরিজন সম্প্রদায়ের লোকজনের আর্থিক ও সামাজিক উন্নয়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন বদ্ধপরিকর। আমরা (আপ স্কেলিং ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট) প্রকল্পের মাধ্যমে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা, সমবায় গঠন ও পরিচালনা উন্নত পদ্ধতিতে বর্জ্য অপসারণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদান করে থাকি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!